কাউন্সিলর সুলতানের উদ্যোগে হাত ধোয়া কর্মসূচীর উদ্বোধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়ার উদ্যোগে বন্দরে ৬টি স্পটে প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে বেসিন, সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার উদ্বোধণ করা হয়েছে। ২১মার্চ শনিবার  দুপুরে ২২নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ সচেতনতা মূলক কর্মসূচি গ্রহন করা হয়।

এ সময় কাউন্সিলর সুলতান আহমেদ বলেন, সরকারী নির্দেশনাকে স্বাগত জানিয়ে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে আমরা এ সচেতনতা মূলক উদ্যোগ নিয়েছি। সারাদেশে করোনা ভাইরাস নামে মহামারী প্রকট আকার ধারন করেছে। জনসমাগম এড়াতে হবে। মুখে মাস্ক ও হাত ধোয়ার প্রবনতা বৃদ্ধি করতে হবে। একটু সচেতনতাই পারে আমাদের এ মহামারী থেকে রক্ষা পেতে।

তিনি আরো বলেন, আমরা আজ বন্দর বাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদের সামনে থেকে ৬টি স্পটে সচেতনতা মুলক কর্মসূচি নিয়েছি। মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছি। মুসল্লীদের জন্য মসজিদের ভিতরে হাত ধোয়ারও ব্যবস্থা করেছি। আল্লাহর রাব্বুল আল আমিনের কাছে এ মহামারী থেকে রক্ষা পেতে পানা চেয়েছি। এ দূর্যোগময় অবস্থা থেকে পরিত্রানের একটাই উপায় সচেতনতা ও আল্লাহর রহমত।

এ সময় উপস্থিত ছিলেন, বন্দর বাজার জামে মসজিদের সভাপতি সাকু মিয়া, স্থানীয় সমাজ সেবক হাজী আবুল নাছির, নুর মোহাম্মদ, বিএম ইউনিয়নের স্কুল কমিটির সদস্য পনির ভূইয়াসহ স্থানীয় এলাকাবাসী।

add-content

আরও খবর

পঠিত