করোনা নিয়ে সেই হ্যালো রোহান গুজব ছড়ানো যুবদল নেতা আটক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে দেশব্যাপী ভাইরাল হওয়ার হ্যালো রোহান শিরোনামে ৩৫ সেকেন্ডের অডিও ক্লিপে গুজব ছড়ানো সেই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররকৃত চিকিৎসকের নাম ইফতেখার আদনান। তিনি চট্টগ্রামের ইউএসটিসি থেকে পাশ করা একজন চিকিৎসক এবং চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত। রাজনৈতিকভাবে তিনি চট্টগ্রাম মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক।

২১ মার্চ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, সরকারকে বিব্রত করতে অত্যন্ত পরিকল্পিতভাবে নিজ কণ্ঠে অডিও রেকর্ড করে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়িয়ে দেন ডা. ইফতেখার আদনান।

 করোনা ভাইরাস নিয়ে সরকার তথ্য গোপন করছে এবং করোনা ভাইরাসে অনেক মৃত্যুর ভূয়া তথ্য দিয়ে ৩৫ সেকেন্ডের অডিও ক্লিপটি পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে অডিও ক্লিপটি ফেসবুকের ম্যাসেঞ্জার এবং অন্যান্য মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

বিজয় বসাক জানান, গুজব রটনাকারীকে চিহ্নিত করতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান পরিচালনা করে। পরে নগরীর পাঁচলাইশ থানা এলাকার একটি রেস্টুরেন্ট থেকে ইফতেখার আদনানকে গ্রেফতার করে পুলিশ।

 গ্রেফতারের পর অডিও ক্লিপটি তার বলে স্বীকার করেছেন আদনান। তার বিরুদ্ধে গুজব রটনার দায়ে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে এবং তার সাথে অন্য কেউ সংশ্লিষ্ট থাকলে তাকেও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

add-content

আরও খবর

পঠিত