নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : বন্দরে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে ২১ মার্চ শনিবার সকাল ১১ টায় বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন দোকানী ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
এ ব্যাপারে যুবলীগ নেতা খান মাসুদ এক সাক্ষাৎকারে বলেন, করোনা ভাইরাসে আতংকিত না হয়ে মহামারী এই সংক্রমণ রোগ থেকে দেশ ও নিজ পরিবারকে বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা ব্যবস্থা রয়েছে। কোন গুজবে কান না দিয়ে দেশ ও জনগণের স্বার্থে সরকারের সিদ্ধান্ত আমাদের মেনে চলতে হবে। করোনা ভাইরাস যেন দেশব্যাপী ছড়িয়ে না পরে সেজন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রশাসনকে দেয়া হয়েছে নানা ধরনের দিক নির্দেশনা। জনগণের স্বাস্থ্যসেবা প্রদানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন।
করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হক,বন্দর থানা যুবলীগ নেতা মো. মাসুম, ডালিম হাসান, খোরশেদ আলম, মো. মিলন, হিরা, সাদ্দাম হোসেন।