নওগাঁয় প্রবাসী জামাইয়ের সংস্পর্শে এসে আইসোলেশনে ভর্তি শ্বশুর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : বিদেশ ফেরত প্রবাসী জামাইয়ের সংস্পর্শে আসার কয়েকদিন পর অসুস্থ হয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ইউনিটে আইসোলেশনে ভর্তি হয়েছেন শ্বশুর ইসমাইল।

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তার কার্যালয় সূত্রে  জানা যায়, ইসমাইল মীর ওরফে খোকা (৬০) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত খেজমত মীর এর পুত্র গত ২০ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুরুত্বর অসুস্থ অবস্থায় পার্শ্ববর্তী উপজেলা আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ইউনিটে আইসোলেশনে ভর্তি  করা হয়েছে।

ইসমাইল মীর এর জামাই আক্কেলপুর উপজেলার তিলেকপুর গ্রামের দেলোয়ার হোসেন গত ২৩ দিন পূর্বে ওমান থেকে নিজ দেশে ফিরেন এবং তার নিজ এলাকায় খেয়াল খুশি মত চলাফেরা করেন। প্রায় ১০-১২ দিন আগে জামাই দেলোয়ারের সাথে শ্বশুর ইসমাইল মীর সংস্পর্শে গিয়ে সাক্ষাৎ করেন। এর কয়েক দিন পর শ্বশুর ইসমাইল মীরের গায়ে জ্বর, সর্দি, কাশি, গলাব্যাথা হয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ইউনিটে আইসোলেশনে ভর্তি করায়।

এ বিষয়ে ২১ মার্চ শনিবার দুপুর ১২ টায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ড. রাধেশ্যাম আগরওয়ালা এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সন্দেহভাজন ইসমাইলের করোনা ভাইরাসের প্রাথমিক লক্ষনগুলি গায়ে জ্বর, সর্দি, কাশি, গলাব্যাথা দেখা দেওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা ইউনিটে আইসোলেশনে ভর্তি করিয়ে তাকে গভীর পর্যবেক্ষনে রাখা হয়েছে। তাকে পরীক্ষা-নিরিক্ষা করানো জন্য ঢাকাতে পাঠানো হবে। জামাই দেলোয়ারসহ তার পরিবার ও শ্বশুর ইসমাইলের পরিবারের সকল সদস্যকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা ভাইরাসের প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের দেওয়া নির্দেশনাগুলো সবাইকে মেনে চলতে হবে। এ নিয়ে ভয়ের কিছু নেই।

add-content

আরও খবর

পঠিত