নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে চলন্ত মেশিনে পেঁচিয়ে রাসেল ইসলাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন পালট এলাকার ইলিয়াস শরীফের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
এর আগে গত বৃহম্পতিবার রাতে স্থানীয় গোপালদী পৌরসভাধীন ১নং ওয়ার্ডের বড় মোল্লারচর এলাকায় রিপন টেক্সাইল মিলে এ ঘটনা ঘটে। নিহতের নিজ বাড়িতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ওসি তদন্ত আমীর হোসেন বলেন, গত বৃহম্পতিবার রাত ১২টার দিকে রাসেল ইসলাম স্কুটার মেশিনে কাজ করতে ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি মেশিনের সঙ্গে পেঁচিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। বিনা ময়নাতদন্ত লাশ দাফনে নিহতের পরিবারের পক্ষ থেকে ঢাকার শাহবাগ থানায় লিখিত আবেদন করলে সেখান থেকেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।