না.গঞ্জে বিদেশ ফেরত ৫ হাজার ৩৯ জন, কোয়ারেন্টাইনে মাত্র ৩৮

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : দেশে এরই মধ্যে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এ ভাইরাসে একজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে করোনার হুমকি মোকাবিলায় দেশব্যাপী বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা নিয়েছে সরকার। কিন্তু, বিদেশফেরতদের সংখ্যার অনুপাতে কোয়ারেন্তাইনে থাকা প্রবাসীর সংখ্যা নেহাতই নগণ্য। চলতি মাসে কেবলমাত্র নারায়ণগঞ্জেই বিদেশ থেকে ফিরেছেন ৫ হাজার ৩৯ জন। অথচ তার বিপরীতে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন মাত্র ৩৮ জন। এছাড়া হোম কোয়ারেন্টাইন শেষে স্বাভাবিক জীবনযাপন করছেন ১১ জন। বুধবার (১৮ মার্চ) রাতে নারায়ণগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

ইমতিয়াজ আহমেদ বলেন, গত ১ থেকে ১৪ মার্চ পর্যন্ত নারায়ণগঞ্জে বিদেশ থেকে ফিরেছেন ৫ হাজার ৩৯ জন। তারা নারায়ণগঞ্জের ৫টি উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। কিন্তু এই বিশালসংখ্যক বিদেশফেরতের মধ্যে বুধবার সকাল ৮টা পর্যন্ত কোয়ারেন্টাইনে ছিলেন ৩৮ জন। আর ১১ জন কোয়ারেন্টাইন শেষে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। শুরু থেকেই বিদেশ ফেরতদের তালিকাটি হাতে পেলে আমাদের জন্য উপকার হতো। তবে ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। সেখানে স্বাস্থ্য কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছেন। তাদের বলা হয়েছে, বিদেশফেরত লোকজনদের চিহ্নিত করতে। সেই সঙ্গে তারা যেন হোম কোয়ারেন্টাইনে থাকে সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে।

করোনার হুমকি মোকাবিলা প্রসঙ্গে ইমতিয়াজ আহমেদ আরও বলেন, ইতোমধ্যে আমরা প্রস্তুত। করোনা আক্রান্তদের চিকিৎসায় নারায়ণগঞ্জের জুডিশিয়াল ভবনে ১০০টি শয্যা ও দুটি হাসপাতালে ৩০টি আইসোলেশন বেড প্রস্তুত আছে। ডাক্তাররা প্রশিক্ষণ নিয়েছেন। সামগ্রিকভাবে আমাদের প্রস্তুতির ঘাটতি নাই।

add-content

আরও খবর

পঠিত