নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। রবিবার দুপুরে ইউএনও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে সঙ্গে নিয়ে উপজেলার ভায়েলা মিয়াবাড়ি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়।
ইউএনও মমতাজ বেগম জানান, স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন মুড়াপাড়া ইউনিয়নের সহিতুন্নেসা পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ে দেওয়া হচ্ছে। আর রবিবার দুপুরে বিয়ের আয়োজন করা হয়। পরে তাৎক্ষণিকভাবে মঙ্গলখালী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিয়েটি বন্ধ করা হয়। এসময় শিক্ষার্থীর বাবা সফর আলী ও মা রিনা বেগমকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ইউএনও।