আজকের এই অর্জন কিছু হাইব্রিড নেতাদের জন্য ম্লান হয়ে যাচ্ছে : হাই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, আজকে আমাদের অনেক অর্জন। কিন্তু আমাদের কিছু হাইব্রিড নেতার কারণে সব ম্লান  হয়ে যাচ্ছে, আপনারা এদিকে সতর্ক থাকবেন। ইতিমধ্যেই অনেক নারী নেত্রীর কেলেঙ্কারি প্রকাশিত হয়েছে। আমরা জানতে চাই কারা এবং কোন নেতারা মুখোশ পরে তাদেরকে অর্ডার দিচ্ছে। কাদের পশ্রয়ে পাপিয়ার মতো একটি তৃতীয় শ্রেনীর নেতা আওয়ামীলীগের কর্মী। আমরা অতীতে আমাদের নেত্রীকে বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য সমর্থন দিয়েছিলাম। এখনও এই ধরনের অপকর্মের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য নারায়ণগঞ্জ আওয়ামীলীগের পক্ষ থেকে সমর্থন দিয়ে যাবো।

শনিবার ( ৭ মার্চ ) সকাল দশটায় নগরীর দুই নং রেল গেইটস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, আজ ঐতিহাসিক ৭ই মার্চ। এই দিনে বঙ্গমাতা শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন তুমি আজ জনগণের নেতা তুমি জনগণকে নেতৃত্ব দিবে। তোমার যা ইচ্ছে তাই বলবে। এরপর বঙ্গবন্ধু সকলের উদ্দেশ্যে বলেছিলেন তোমাদের যার কাছে যা যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবং হয়েছিলো তাই। এই ভাষণ আজ সারা পৃথিবীর বেশ কয়েকটি জনপ্রিয় ভাষনের মধ্যে একটি।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাদির, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক এম এ রাসেল, বন ও পরিবেশ সম্পাদক রানু খন্দকার, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ শিরীন বেগমসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

add-content

আরও খবর

পঠিত