ব্যক্তিকে নয়, চেয়ারকে দাওয়াত দেয়া হয়েছে : মোদির আগমন নিয়ে ভিপি বাদল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল) বলেছেন, বাংলার মাটি সম্প্রাদায়িক সম্প্রীতির মাটি। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার সমান অধিকার। আমাদের দেশে সবাই মিলে মিশে শান্তিতে বসবাস করছে। আর এদেশের মুজিববর্ষে আমরা একটি চেয়ারকে দাওয়াত দিয়েছি। সেটি ২৬ টি প্রদেশের ভোটারদের ভোটে নির্বাচিত চেয়ার। এখানে কোন ব্যক্তিকে দাওয়াত দেয়া হয় নাই। শনিবার (৭ মার্চ) সকালে শহরের ২নং রেল গেইট সংলগ্ন জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এক শ্রেনীর লোক সাধারণ মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করছে। তারা বলছে মোদিকে দেশে আসতে দেয়া হবে না। শুক্রবার বাদ জুম্মা প্রতিবাদ সভা হয়েছে, আমিও্ তার বাইরে না। যারা মুসলামানদের উপর অত্যাচার করছে আমিও তাদের বরদাস করবো না। ভারতে যখন মুসলামনরা শাসন করেছে তখন কেউ বলতে পারবেন, কোন হিন্দুদের মুসলামন অত্যাচার করেছে?

তিনি আরো বলেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক আলোচনা সভায় বলেছেন, অতিসত্তর মুসলানদের অত্যাচারের সমাধান করা হবে।

জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাদির, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক এম এ রাসেল, বন ও পরিবেশ সম্পাদক রানু খন্দকার, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যক্ষ শিরীন বেগমসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

add-content

আরও খবর

পঠিত