আড়াইহাজারে যাত্রীবাহি বাস-কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) :  আড়াইহাজারে কভার্ডভ্যান ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জনের মত আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে এগারটার দিকে উপজেলার পাচরুখি ছনপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাণ কোম্পানির একটি পণ্যবাহী কভার্ড ভ্যান ও নরসিংদী-ঢাকা রুটের যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় দশজনের মত যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

যাত্রীবাহী বাসটি নিয়ম বহির্ভূত বেপরোয়া গতিতে চালিয়ে আসছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারা বলছেন, কভার্ড ভ্যানটি আগের থেকে গতি কমিয়ে না দিলে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারতো। প্রাণহানির মত ঘটনাও ঘটতে পারতো।

আড়াইহাজার থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো তেমন কোনো ক্ষতি হয়নি। হাইওয়ে থানা পুলিশ কভার্ড ভ্যান ও বাসটিকে জব্দ করেছে।

add-content

আরও খবর

পঠিত