নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আলীরটেক ইউনিয়ন শেখ রাসেল ফুটবল ক্রীড়া সংগঠনের উদ্যােগে শেখ রাসেল ফুটবল ক্লাব ও বঙ্গসাথী ক্লাব এর মধ্যকার ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে আলীরটেক এলাকায় আলীরটেক সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে যুবলীগ নেতা ও এস.বি ফ্যাশনের পরিচালক এস.বি শাহীন সরকার এর সভাপতিত্বে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় শেখ রাসেল ফুটবল ক্লাব ও বঙ্গসাথী ক্লাবের এ ফাইনাল ম্যাচে হাডাহাড্ডি লড়াই শেষে কোন দলই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে ২-০ গোলে বঙ্গসাথী ক্লাবকে হারিয়ে শেখ রাসেল ফুটবল ক্লাব জয়ী হয়।
এস এম হোসাইন আহম্মেদ এর সার্বিক পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, আলীরটেক ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ড মেম্বার মোঃ সফিকুল ইসলাম শাহীন, ১নং ওয়ার্ড মেম্বার মোঃ দিদার সুলতান, ১, ২ ও ৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার মোসাঃ আলো আক্তার, বিশিষ্ট সমাজ সেবক তোফাজ্জল হোসেন, সিঙ্গাপুর প্রবাসী মোঃ ইউসুফ, আলীর টেক ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ফিরোজ মিয়া, সমাজ সেবক নাসির উদ্দীন, মোঃ আজহার, আমির সুলতান, কাশেম সরকার, মোঃ গোলাম হোসেন প্রমুখ।