নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের এস.এস.সি. পরীক্ষার্থীদের চলাচল সুবিদার্থে এবং নির্বিঘ্নে পরিক্ষার হলে পৌঁছাতে যানজট মুক্ত এ কর্মসূচির ঘোষণা দেই। কর্মসূচি ঘোষণানুযায়ী পরীক্ষার প্রথম দিন থেকে ১৫টি পরীক্ষার আজ শেষ দিন পর্যন্ত ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা স্বেসচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে ট্রাফিকের ভুমিকায় দায়িত্ব পালন করেছে। সেজন্য আমি ওদের প্রতি আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বন্দর বাজার মোড় এবং বন্দর গার্লস স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সড়কে যানজট মুক্ত ধারাবাহিক কর্মসূচি পালন শেষে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমার এ যানজট মুক্ত কর্মসূচি সর্বত্রই প্রশংসা পেয়েছি। অনেক অভিভাবক আমাকে ফোন করে প্রশংসা করেছে। আমি যেন এমনি করে জনগণের কল্যাণে কাজ করি। আসলে আমি জনগণের কল্যানে কাজ করি মানুষের প্রশংসা পেতে নয় আল্লাহকে খুশি করার জন্য কাজ করি এবং নিজে আত্মতৃপ্তি পেতে।
খান মাসুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি নেতা কর্মীদের নির্দেশ দিচ্ছেন যার যার নিজ নিজ এলাকায় উন্নয়ন কাজ করতে এবং জনগণের পাশে থাকতে। সে সুত্রে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অভিভাবক জননেতা আলহাজ¦ এ.কে.এম শামীম ওসমান ভাই এবং ৫-আসনের সংসদস সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম সেলিম ওসমান ভাইয়ের দিক নির্দেশনুযায়ী আমার এ কর্মসূচি পালন। সিনিয়র নেতারাও আমার এ যানজট কর্মসূচির বেশ প্রশংসা করেছে। কোন কাজে বড়রা যখন প্রশংসা করে তখন কাজ করে খুব তৃপ্তি পাই এবং কাজে আরও উৎসাহ বেরে যায়। সকলের প্রতি অনুরোধ থাকবে আমদের জন্য দোয়া করবেন আমরা যেন এমনি করে সবসময় জনগণের পাশে থেকে আরও ভালো কাজ করতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন, বন্দর থানা যুবলীগ নেতা মো: মাসুম আহমেদ, যুবলীগ নেতা শেখ মমিন, মো: হোসেন, বাবু মোল্লা, মো: মিলন, রাজু আহমেদ, রাজিব, মোখলেস, নুরুজ্জামান, ইমরান চিশতী, সাদ্দাম হোসেন, আমানুল্লাহ, নান্টু, আল-আমিন, ছাত্রলীগ নেতা রিয়াদ, রাকিব প্রমুখ।