★ খোলা জানালা ★ ( কবিতা )

★ খোলা জানালা ★ ( কবিতা ) 

আবু নাসির

নারায়ণগঞ্জ বার্তা : জানালাটা খুলে রেখো

রাতের আঁধারে আমি আসবো

তোমার জ্যোৎস্না স্নাত মুখ দেখতে।

জানালাটা খুলে রেখো

আমি দখিনা মলয় হয়ে আসবো

তোমার গায়ে বসন্ত সুখ দিতে।

জানালাটা খুলে রেখো

আমি আসবো চৈত্রে দ্বগ্ধ শরীরে

শীতল ছোঁয়ায় মুখে হাসি ফোটাতে।

জানালাটা খুলে রেখো

আমি ভোরের শিশির হয়ে আসবো

তোমার বিষন্ন হৃদয়ে সুখের পরশ নিয়ে।

জানালাটা খুলে রেখো

আমি বরষার শ্রাবণ ধারা হয়ে আসবো

তোমায় স্নিগ্ধ সুরে ঘুম পাড়ানী গান শোনাতে।

জানালাটা খুলে রেখো

আমি ষড়ঋতুর ষড় রূপে আবর্তিত হবো

তোমার একলা থাকা শূণ্য ঘরে।

তখন তোমাতে আমাতে থাকবে না

কোন না পাওয়ার বেদনা

যদিও তুমি আমি নই এক ঘরের বাসিন্দা।

add-content

আরও খবর

পঠিত