নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ট্যালেন্টপুল বৃত্তিতে সফলতা অর্জন করেছে আই.ই.টি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। শহরের ৩৮ নং আমলাপাড়া এলাকায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে এবার ১৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এদের মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ১৬ জন এবং সাধারণ বৃত্তি ৩ জন সহ মোট ১৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
এ উপলক্ষে ২৯ ফেব্রুয়ারী শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কুশল বিনিময়সহ উষ্ণ অভিনন্দন জানান স্কুল কর্তৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষিকা মোছা. ফাতেমা খাতুন, স্কুল কমিটির সভাপতি মো. জহির হোসেন, অভিভাবক সদস্য মো. আলমগীর হোসেন, মো. জসিম উদ্দিন মোল্লা সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
এ প্রসঙ্গে প্রধান শিক্ষিকা মোছা. ফাতেমা খাতুন বলেন, ট্যালেন্টপুল বৃত্তিতে আামদের বিদ্যালয় যেভাবে সফলতা অর্জন করেছে তার ধারাবাহিকতা সবসময় ধরে রাখতে চাই। আর এজন্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার্থীদেরকেও বলবো তারা যেন এই ফলাফল সব সময় ধরে রেখে ভবিষ্যতেও বাবা মায়ের সুনাম অক্ষুন্ন রাখে।
তাছাড়াও বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মাসুম বিল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল ও সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুল হক সহ সকল প্রশাসনিক কর্মকর্তাকে, যাদের সহযোগিতায় এই বিদ্যালয়ের সুনাম অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষর্থীরা হলো :- মাহাবুব আলম, মো. সাজিদ মাহমুদ সায়েম, মাহাদী হাসান, মো: রাফিন আহমেদ ইভান, মাহাদী আলম, আবরার আহনাফ, প্রসেনজিৎ চন্দ্র দাস, অপরাজিতা রায়, বিদ্যা চক্রবর্তী, তৃষা পাল, ফাতেমা তোজা মীম, সামিয়া দেওয়ান, মায়রা সাইয়ারা রোজা, রাইনা মাহনূর, প্রাচী রানী দাস, মারজান আহমেদ। এছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তরা হলো :- আর এ রুবায়্যাত বিন মোহামম্মদ, নুসরাত আমিন ও শ্রাবনী রানী ভৌমিক।