ফতুল্লায় গ্যাসের আগুনে দগ্ধ : মৃতের সংখ্যা বেড়ে ৫

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার সাইনবোর্ড এলাকায় বাসায় গ্যাসের আগুনে দগ্ধ আটজনের মধ্যে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, হিরণ মিয়া (২৩) ও আপন (১২)। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হিরণ মিয়া। আরও সোমবার মধ্যরাতে মারা যায় আপন।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় নুরজাহান বেগম (৬০), তার ছেলে কিরণ (৪৬) ও কিরণের ছেলে আবুল হোসেন ইমন (২৫) মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

গত ১৭ ফেব্রুয়ারি ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি বাসায় গ্যাসের আগুনে একই পরিবারের শিশুসহ আটজন দগ্ধ হয়।

add-content

আরও খবর

পঠিত