★ শিমুল নয়ন ★ ( কবিতা )
খান মোশারফ
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফাগুনে মেতেছে শিমুল,
নয়নে রক্ত লাল খুনসুটি।
প্রেয়সীর তণু জোসনা পেয়ে
ভিজলো রঙের বর্ষায়।
তারার চোখ অবাক হাসে
নতুন কোন উদ্যমে ।
যে প্রভাত হারিয়ে গেছে
বিষন্ন ঝর্ণা ধারায়,
সে প্রভাত আমি খুঁজি না।
আমার সখীর ঘরে আবোল-তাবোল
নৃত্য করে দিবাকর ।
মাটির বুকে হামড়ি মেরে সিক্ত চোখে
আলোর ভিড়ে
বলবো এসে তোমায় –
হাজার বছর ধরে
ভালবাসি ভালবাসি ।