নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সদর উপজেলায় মাহফিলে আসার পথে বক্তা ও তার সফর সঙ্গী নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে সদর উপজেলার ফতুল্লাা ভূইগড় ক্যানেলপাড় এলাকায় আসার পথে তারা দুই জন নিখোঁজ হন। নিখোঁজ দুই জন হলেন, মাওলানা মামুনুর রশীদ (৫০) এবং তার সফর সঙ্গী মোস্তাফিজ।
এ ব্যাপারে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জামি আ দাওয়াতুল কুরআন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মো. মোস্তফা কামাল ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে এ ব্যাপারে পুলিশ কোনো জিডি বা অভিযোগ গ্রহণ করেননি বলে জানা গেছে।
মোস্তফা কামাল বলেন, শুক্রবার রাতে ভূইগড় ক্যানেলপাড় এলাকায় সৃজনী কল্যাণ ফাউন্ডেশন ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিশেষ বক্তা হিসেবে দাওয়াত গ্রহণ করেছিলেন ফতুল্লার ভূইগড় জামিআ দাওয়াতুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মামুনুর রশিদ। রাত সাড়ে ৭টার দিকে তার সহযোগী মোস্তাফিজুর রহমানকে নিয়ে মাদরাসা থেকে মাহফিলের উদ্দেশে রওয়ানা হয়েছিলেন তিনি। কিন্তু এরপর থেকে দুইজনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মোবাইল নাম্বারও বন্ধ রয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, মাহফিলে আসার পথে একজন বক্তা ও তার সঙ্গী নিখোঁজ হয়েছেন বলে জানতে পেরেছি। নিখোঁজ দুইজনের পক্ষ থেকে মাদরাসার ভাইস প্রিন্সিপাল থানায় জিডি করার জন্য আবেদন করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।