★ ফাগুনের আগুনে ★ ( ছড়া )
নূরুল ইসলাম নাযীফ
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মন আজ উড়ে যায় ছুটে যায় বনে,
ফাগুনের ছোঁয়া পেতে খুব নির্জনে।
গান গায় মন শুধু প্রেমের ভাষায়,
কেঁদে যায় রাত-দিন কীসের আশায় ?
মনখানি উড়ু উড়ু কার তরে আজ !
চুপিচুপি ধরে কেন প্রেমময় সাজ ?
বুঝি নাতো কিছু আমি এর শুরু-শেষ,
মন জুড়ে প্রেম আজ ঢেউ খেলে বেশ !
যে দিকেই চেয়ে দেখি আমি অনুরাগে,
সে প্রেমের সুবাতাস গায়ে শুধু লাগে।
কুহু ডাক কোকিলের যদি আসে কানে,
ডাক শুনে কেন জানি টান লাগে জানে !
ফুল ফোটা দেখি যদি কভু কোনো গাছে,
কার যেন রূপ দেখে কেঁদে মরি পাছে।
আগুনের জ্বলা আমি টের পাই বুকে,
তবু যেন থাকি আমি ঠিক মহাসুখে !
ফাগুনের আগুনেই জ্বলে পুড়ে একা,
পাবো আমি মহাসুখ, যেন কারো দেখা !