ইভটিজিং, মাদক, সন্ত্রাস-জঙ্গীবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে মত বিনিময় সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ইভটিজিং, মাদক, সন্ত্রাস-জঙ্গীবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্র-শিক্ষক ও পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাঞ্চন-চড়পাড়া এলাকার গ্রীণ ইউনিভার্সিটি ক্যাম্পাস অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে, প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী।

সভায় উপ-পরিদর্শক আবুল কালাম আজাদের সঞ্চালনায়, প্রফেসর ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ডিন অধ্যাপক গোলাম আহমেদ ফারুকী, প্রক্টোর ওয়াজেদ কবির, ভোলাব তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ।

সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী বলেন, যতোদিন আমি থাকবো ততোদিন কোন অপরাধ সংঘঠিত হতে দেবো না। অপরাধী যেই হউক না কেন, কাউকেই কোন ছাড় দেবো না। হয় তারা থাকবে, না হয় আমি থাকবো।

add-content

আরও খবর

পঠিত