কাশিপুরে মহাসম্মেলনে আসছেন আল্লামা শফী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লা থানাধীন কাশিপুর শাখার ইমাম ঐক্য পরিষদের উদ্যোগে আগামী ২৮ ও ২৯ ফেব্রুয়ারি দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাটহাজারী মাদারাসার মহা-পরিচালক আল্লামা শাহ আহমদ শফী। ফতুল্লা থানাধীন কাশিপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই মহাসম্মেলনটি অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জের হাজীপাড়া মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আব্দুল আলীম আল হুসাইনী এর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত থাকবেন দারুল উলুম দেওবন্দ ভারতের মুফতী ও মুহাদ্দিস আল্লামা ইউসুফ তাওলভী। মাওলানা হাফীজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল।

add-content

আরও খবর

পঠিত