নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে দুই গরু চোরকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। তারা হলেন, স্থানীয় দুপ্তারা ইউপির খানপাড়া এলাকার আব্দল ছবুরের ছেলে জয়নাল ও সিরাজগঞ্জ জেলার শাজাহানপুর থানাধীন বাড়ৈপাড়া এলাকার ইসমাইল প্রামানিকের ছেলে মুহর চাঁদ।
সোমবার দিবাগত রাত ২টায় স্থানীয় ব্রাহ্মন্দী ইউপির ১নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য বড়বিনাইর চর এলাকার বেদন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ সময় তার ভাতিজা বাবুল মিয়ার ছেলে মাসুমকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
বেদন মিয়া জানান, কয়েকদিন আগেও দুবৃর্ত্তরা রাতের আধারে তার বাড়ি থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি গাভী চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় থানা পুলিশকে অবহিত করা হয়েছিল। কিন্তু গরুটি উদ্ধার হয়নি।
একই ইউপির মারুয়াদি এলাকা থেকে গত ১৬ ফেব্রুয়ারি ১৩টি গরু চুরির ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, চক্রটি আটকে পুলিশ বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে চক্রটিকে আটক করা সম্ভব হবে।