সাজা ঘোষণার ২৯ বছর পর পলাতক আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে স্ত্রীকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণার ২৯ বছর পর এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আবদুল মতিন ওই উপজেলার কালাপাহাড়িয়া ইউপির ঝাউকান্দীর জিন্নত আলীর ছেলে। সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, ১৯৮৮ সালে পারিবারিক কলহের জেরে স্ত্রী জান্নাতকে শ্বাসরোধে হত্যা করেন মতিন, পরে আত্মহত্যা বলে চালাতে নিহতের মুখে বিষ ঢেলে দেন। ওই ঘটনায় মামলায় ১৯৯১ সালে মতিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নারায়ণগঞ্জের আদালত।

ওসি নজরুল আরো জানান, সাজা ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন আবদুল মতিন। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালাপাহাড়িয়ার বদলপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত