নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে পরকীয়ার জেরে গার্মেন্টস কর্মী রোকসানা আক্তার রুনাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বের হয়ে এসেছে। রবিবার মামলার আরো দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো সোনার গাঁও থানাধীন চরকামালদী এলাকার শাহাজানের ছেলে মামুন (২০) ও স্থানীয় উৎরাপুর এলাকার রুপচাঁনের ছেলে সাকিল ( ২৩)। এর আগে এ মামলার প্রধান আসামি নিহতের স্বামী গোলজারকে ১৪ ফেব্রুয়ারি ঢাকার মিরপুরের বালুরঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় মারুয়াদি এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে ধৃত দুই ব্যক্তির নাম বের হয়ে আসে।
এদিকে আড়াইহাজার থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনার পরকীয়ার জেরে হত্যাকান্ডের এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে হত্যার পেছনে অন্যকোনো ঘটনা আছে কি না, তা আরো জিজ্ঞাসাবাদ বের হয়ে আসবে।
মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম জানান, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হত্যাকান্ডে সময় ধৃত মামুন রুনার পায়ে ধরে অপরদিকে সাকিল হাত ধরে রাখেন। এক পর্যায়ে গোলজার রুনার গলা শ্বাসরোধে হত্যাকান্ড নিশ্চিত করেন।
জানা গেছে, একমাস আগে প্রথমে পুলিশ নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা গ্রহণ করে ছিলেন। ময়না তদন্তের পর ঘটনাটি হত্যাকান্ড বলে প্রতিয়মান হয়। ১৫ ফেব্রুয়ারি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। নিহতের ভাই কামলা হোসেন মামলাটি করেন। প্রসঙ্গত. ২০১৯ সালের ১৭ ডিসেম্বর ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনারচর এলাকার জুলহাসের বাড়িতে গোলজার রোকসানা আক্তার রুনাকে নিয়ে ভাড়াবাসায় থাকতেন। তিনি গোলজারের তৃতীয় স্ত্রী। ঘটনার পর তার পরিবারকে জানানো হয় সে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মারা গেছেন। তিনি স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের রগুনাথপুর এলাকার মৃত কালু মিয়ার মেয়ে।