নারাণগঞ্জ র্বাতা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে লাঠি খেলার আয়োজন করা হয়। খেলা দেখতে নাওড়া, নগড়পাড়া, কামশাইর, বরুনাসহ প্রায় ১৫ থেকে ২০টি গ্রামের শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষরা স্কুল মাঠে জরো হয়। ঢাকঢোল পিটিয়ে নেচে গেয়ে সকলেই খেলা দেখতে ভিড় জমায়। সেখানে উপস্থিত সকলের মিলন মেলায় পরিণত হয়েছে। খেলা উপলক্ষ্যে গ্রামবাসী রং খেলায় মেতে উঠেন। পাড়া মহল্লায় ঘুরে ঘুরে ও ঢাকঢোল পিটিয়ে আনন্দ উল্লাস করেন তারা। নাওড়া এলাকার নব-নির্বাচিত মেম্বার মোশারফ হোসেন ভুইয়ার নিজস্ব উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। ”লাঠি” খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। এতে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজাী ইয়ার হোসেন, রাজু হাসান আলেক, নবী হোসেন, মোক্তার হোসেন, বাতেন মিয়া, জসিম উদ্দিন, মাসুদ রানা, দুলাল প্রধান, মৌসুমী নয়ন, আব্দুল আল-মামুন নয়ন, সম্ভু সরকার, আলী হোসেন, বাবুল মিয়া, মোশারফ হোসেন, আব্দুল হাই মেম্বার, বশির আহাম্মেদ, মজিবুর রহমান, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এসময় আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন, গ্রামবাংলার ঐতিয্যবাহী খেলা গুলো আজ হারিয়ে যেতে বসেছে। আমরা কায়েতপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামে ঐতিহ্যবাহী পুরনো খেলা গুলো প্রদর্শনের ব্যবস্থা করবো। যাতে করে খেলা গুলো আমাদের কাছ থেকে হাড়িয়ে না যায়। এছাড়া আমাদের এ আয়োজন দেখে রূপগঞ্জসহ আশ-পাশের জেলা-উপজেলা গুলোতে পুরনো দিনের গ্রাম বাংলার ঐতিয্যবাহী খেলা গুলো তারাও প্রদর্শন করবেন।