একুশে বইমেলা আওয়ামী বইমেলায় পরিণত হয়েছে : রিজভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : অমর একুশে গ্রন্থমেলা আওয়ামী বইমেলায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, ফেব্রুয়ারি মাসে অমর একুশে গ্রন্থমেলা চলছে। বইমেলাটি আগে ছিল সর্বজনীন। কিন্তু এখন একুশে বইমেলা আওয়ামী বইমেলায় পরিণত হয়েছে। তিনি দাবি করেন, বইমেলার সর্বজনীনতা হারিয়ে গেছে। বইমেলার সর্বজনগ্রাহ্য সম্ভ্রম ক্ষুণ্ন করা হয়েছে। বইমেলার বিভিন্ন স্টল আওয়ামীকরণে সজ্জিত করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, বইমেলায় ঢুকলেই মনে হয় এটি যেন আওয়ামী লীগের কোনো কাউন্সিল অধিবেশন। একদলীয় দু:শাসনের দুরন্ত প্রভাব পড়েছে চলমান একুশে বইমেলায়।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

add-content

আরও খবর

পঠিত