নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় আহত শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। আলী হোসেন উপজেলার ফতেপুর ইউপির বগাদী মোল্লাপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আমির হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় স্ত্রী ঝর্না বেগমকে নিয়ে উপজেলার তিলচন্দ্রীর কাহিন্দী মেলায় যান আলী। সেখান থেকে ফিরে বগাদী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে দুইজনে কথা বলছিলেন। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা চাপা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢামেকে পাঠান চিকিৎসকরা। সেখানে রবিবার সকালে চিকিৎসাধীন তিনি মারা যান।
ওসি আরো জানান, নিহতের স্ত্রী ঝর্নার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। উদ্ধার হওয়া অটোরিকশা ফতেপুর ইউপি চেয়ারম্যান আবু তালেব মোল্লার হেফাজতে রয়েছে।