কর্মমুখী শিক্ষা নিশ্চিতে নারায়ণগঞ্জে ইউসেট বিশ্ববিদ্যালয়ের সূচনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : গ্রামীণ ও শহুরে মধ্যবিত্ত কি নিম্ন মধ্যবিত্ত সকল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের কর্মমুখী শিক্ষা সুযোগ নিশ্চিত করবে স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি (ইউসেট) বিশ্ব‌বিদ্যালয়। অনু‌মোদন সহ অস্থায়ী ক্যাম্পা‌সের সকল চু‌ক্তি সম্পন্ন হ‌লেও আগামী মর্চের ১ তারিখ থেকে সূচনা হ‌তে যা‌চ্ছে এর পাঠদান কার্যক্রম। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জ থানাধীন সামাদবানু টাওয়ারস্থ এ প্র‌তিষ্ঠান‌টি‌তে শিক্ষার্থী‌দের ভর্তি নেওয়া শুরু করবে চলতি সপ্তাহেই। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্য‌মে গণমাধ্য‌মকর্মী‌দের এ তথ্য জানানো হয়।কর্মমুখী শিক্ষা নিশ্চিতে নারায়ণগঞ্জে ইউসেট বিশ্ববিদ্যালয়ের সূচনা

সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরে প্র‌তিষ্ঠান‌টির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন জানান, চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে হলে শিক্ষা-প্রতিষ্ঠান ও শিল্পের সাথে সমন্বয় করতে হবে। আমরা গতানুগতিক শিক্ষা-কার্যক্রমের বাইরে ব্যবহারিক ও কর্মমুখী কোর্স ডিজাইনে গুরুত্ব দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রায়োগিক দিকটির গুরুত্ব অনুধাবন করে রাখা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট। নির্দিষ্ট দক্ষতার উপর আমরা কিছু ডিপ্লোমা কোর্স ডিজাইন করছি শিগগিরই আমরা কোর্সগুলো চালু করবো। এর মাধ্যমে বিদেশে, বিশেষত পশ্চিমের দেশগুলোতে দক্ষ কর্মী রপ্তানি সহজ হবে।

তিনি আ‌রো জানান, ইউসেটের অস্থায়ী ক্যাম্পাস বাণিজ্যনগরী নারায়ণগঞ্জে স্থাপন করা হয়েছে। ত‌বে স্থায়ী ক্যাম্পাস হবে কুমিল্লার মেঘনায়।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রধান উপদেষ্টা ড. কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, ইউসেট প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যও দক্ষ। মানবসম্পদ তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনে অংশ নেওয়া। এখান থেকে স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা দেশের দক্ষ মানব সম্পদের চাহিদা। পূরণ করবে। একই সাথে ইউরোপ ও আমেরিকার মত উন্নত দেশে তাদের দক্ষতা ও যোগ্যতা দিয়ে আমাদের। কাজের বাজার বৃদ্ধি করতে পারবেন।

উপাচার্য ড. তানভীর খান (ডেজিগনেট) সংবাদ সম্মেল‌নে জানান, ইউসেট গত ২৮ আগস্ট সরকারি অনুমোদন লাভ করে। গত ৫ ফেব্রুয়ারি ৪টি বিভাগে- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইংরেজি সাহিত্য, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও অর্থনীতি বিভাগে শিক্ষার্থী ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি পেয়েছি, ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এসময় সাংবা‌দিক‌দের মত বি‌নিম‌য়ের সু‌যোগ দেয়া হ‌লে নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর সম্পাদক ও আনন্দ টি‌ভির নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন কর্মকর্তা‌দের কা‌ছে জান‌তে চান, যে‌হেতু শিক্ষার্থী‌দের চা‌হিদা ও বানি‌জ্যিক এলাকা ‌হি‌সে‌বে নারায়ণগঞ্জ‌কে গুরুত্ব দি‌য়ে‌ছেন। কিন্তু প্র‌তিষ্ঠানটি তো অস্থায়ীভা‌বে করা, স্থায়ী ক্যাম্পাস প্র‌তি‌ষ্ঠিত করার প‌রিকল্পনা আ‌ছে কিনা? এছাড়াও উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্য‌মে যেন ঢাকামু‌খি হ‌তে না হয় এজন্য ভ‌বিষ্য‌তে নারায়ণগ‌ঞ্জের শিক্ষার্থী‌দের চা‌হিদা কিভা‌বে পূরণ কর‌বে আপনা‌দের প্র‌তিষ্ঠান?

এমন প্র‌শ্নের উত্ত‌রে র্কমকর্তারা  সর্মথন জা‌নি‌য়ে ব‌লেন, এক‌টি বাস্তবমুখী  ব্যক্তয়, স‌ত্যিই যে‌হেতু আমা‌দের চু‌ক্তির মেয়াদ শেষ হ‌য়ে গে‌লে অথবা মূল ক্যাম্পাস এর কাজ সম্পন্ন হ‌লে নিজস্ব জ‌মি‌তে কার্যক্রম হ‌বে মেঘনায়। ত‌বে আমরা নারায়ণগঞ্জবাসীর স্বা‌র্থে এখা‌নে এক‌টি অস্থায়ী সি‌টি ক্যাম্পাস অবশ্যই রাখ‌বো। আর সাধারণ বিষয়গু‌লোর পাশাপা‌শি অন্যান্য সধর‌ণের বিষয়গু‌লো আমরা অনু‌মোদন নি‌য়ে ভ‌বিষ্য‌তে শিক্ষার্থী‌দের  চাহীদা পূরণ কর‌বো। এছাড়াও আমরা ৫০০জন শিক্ষার্থীর বেশী শিক্ষার্থী ভ‌র্তি নেব না। কারণ আমরা নির্ধারিত সিমার বা‌হি‌রে নি‌লে শিক্ষার মান ও পযাপ্ত জায়গা দি‌তে;আমা‌দের হিম‌শিম খে‌তে হবে।

এ‌দি‌কে অস্থায়ী ক্যাম্পা‌সের বিষয়‌টি‌কে সর্মথন ক‌রে নারায়ণগঞ্জ প্রেস ক্লা‌বের সভাপ‌তি এড. মাহাবুবুর রহমান মাসুম প্র‌তিষ্ঠা‌নের র্কমকর্তা‌দের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, আমরা চাই‌বো আপনারা  যেন এখা‌নেই একটি স্থায়ী ক্যাম্পা‌সের ব্যবস্থা করেন। প্র‌য়োজ‌নে চু‌ক্তির সময় শেষ হওয়ার আ‌গেই আপনারা নারায়ণগ‌ঞ্জের কোন এক‌টি স্থা‌নে নিজস্ব জ‌মি ক্রয় ক‌রে স্থায়ী ক্যাম্পাস ক‌রে নারায়ণগঞ্জবাসীর শিক্ষার মান উন্নয়‌নে এ‌গি‌য়ে আসুন।

add-content

আরও খবর

পঠিত