নির্বাচন সুষ্ঠ নিরেপেক্ষ হলে আমি জনতার ভোটে বিজয় হব: প্রার্থী আবুল হাসেম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁও ইউনিয়ণ পরিষদের বর্তমান সাদিপুর চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার সন্ত্রাসী বাহিনীর কর্মকান্ডে ও ভোট জালিয়াতি সহ কারচুপির কারণে আমি সাদীপুরের চেয়ারম্যান হতে পারিনি। তাই এবারও নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করছি। আমার বিশ্বাস নির্বাচন যদি অবাদ সুষ্ঠ নিরেপেক্ষ হয় তাহলে ইনশাআল্লাহ্ আমি জনতার ভোটে বিজয় নির্বাচিত হব। আসন্ন ইউপি নির্বাচনে সাদীপুর থেকে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী মো: আবুল হাসেম উপজেলা থেকে  মনোনয়ন পত্র সংগ্রহ করে সংবাদকর্মীদের সাথে আলাপ কালে এইভাবেই সরাসরি অভিযোগ করলেন সাদীপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রশিদ মোল্লার বিরুদ্ধে।

মনোনয়ন পত্র সংগ্রহের প্রথম দিন সোমবার বিকালে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী মো: আবুল হাসেম আভিযোগ করে সংবাদ কর্মীদের জানান যে, চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লার চায়না অবাদ , সুষ্ঠ , নিরেপেক্ষ নির্বাচন কারণ নির্বাচন সুষ্ঠ হলে সে কোনদিনও আমার সাথে জয়লাভ করতে পারবেন না। যার বাস্তব ও নীরব স্বাক্ষী গত নির্বাচন। আমার ইউনিয়নের লোকদের প্রতি আমার শতভাগ আস্থা আছে আর সেই ভরসাতেই বলছি নির্বাচন যদি ফেয়ার হয়, জাল ভোট , কেন্দ্র দখল দলীয় প্রভাব মুক্ত নির্বাচন হলে আমি শতভাগ নিশ্চিত । গতবারই আমি জয়লাভ করতাম কিন্তু বর্তমান চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা ততকালীন সংসদ সদস্যের ও দলীয় প্রভাব খাটিয়ে জাল ভোট দিয়ে প্রকাশ্যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে  আমার র্নিবাচনী এলাকার বড়গাঁও ,গজারিয়া পাড়া ,বরাবো , নানাখি  প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র , কাজরদী ও নয়াপুর কাঠালিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রগলো দখল করে ভোট জালিয়াতির মহাউৎসব চালিয়ে আমার জিলা বাজী কে ছিনিয়ে নেয়। সবকিছু জেনে শুনেই আমি নির্বাচনে নেমেছি । এবার ও রশিদ মোল্লা তার আসনে বহাল থাকতে আগের রুপ ধারণ করতেপারে তাই জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ সংবাদ মাধ্যমের ভাইদের প্রতি আমার জোড় অনুরোধ থাকবে উল্লেখিত কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারী রাখার জন্য ।

মো: আবুল হাসেম সাদীপুরের কৃত্বি সন্তান । রাজনৈতিক ভাবে সে জাতীয় পার্টির রাজনীতির সাথে জড়িত থাকলেও সতন্ত্র থেকে নির্বাচন করবেন বলে নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে তিনি জানান। সাদীপুরের গরীব দু:খী মেহনতি মানুষের কাছের মানুষ বিপদ আপদের সহায়ক আবুল হাসেম সাদীপুর এলাকার অসহায় দরিদ্র মানুষের সহায়তা করতে গিয়ে এই পর্যন্ত পত্রিক সম্পত্তি থেকে ১০ বিঘা জমি বিক্রি করেছেন। প্রায় ২৫টি মসজিদের ফাউন্ডার মেম্বার ও সে। তার আর্থিক অনুদানে একটি মাদ্রাসা ও এতিম খানা চলে তার আর্থিক অনুদানে । এছাড়া গ্রামের প্রায় তিন শতাধিক দরিদ্র মেয়ের বিবাহ দেয়ার জন্য আর্থিক সহায়তার সুনাম রয়েছে তার।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত