নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁস ও রেজাল্ট পরিবর্তন চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র্যাব-১১ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে র্যাব।
এতে র্যাব-১১ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রেজাউল হক বলেন, নরসিংদীর বেলাবো থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এরা সবাই অপ্রাপ্ত বয়স্ক।
র্যাব জানায়, অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নরসিংদীর বেলাবো থানার বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানিয়েছে। তারা চলমান এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায়ের জন্য বিভিন্ন নামে ভুয়া ফেসবুক আইডি খুলে। তারা এসব আইডি ব্যবহার করে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্ন দেয়ার বিজ্ঞাপন দিয়ে পোস্ট দেয়। এতে করে অনেক এসএসসি পরীক্ষার্থী প্রলুব্ধ হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন পাওয়ার আশায় বিকাশে টাকা পাঠান। তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইলে এ সংক্রান্ত প্রতারণার গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে।
র্যাব আরো জানায়, এর আগে তারা সবাই ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করার আশায় ভুয়া প্রশ্ন প্রাপ্তির চেষ্টায় লিপ্ত হয়েছিল। সংবাদ সম্মেলনে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁসের দায়ে র্যাব এ পর্যন্ত ৩৫ জনকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করার কথা জানিয়েছে।
এ সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর সহকারী এসপি মো. নাজমুল হাসান ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।