বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এম্বুলেন্স

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ এ কে এম সেলিম ওসমানের ডিও লেটারে নারায়ণগঞ্জে ৩টি নতুন এম্বুলেন্স। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১টি, জেনারেল হাসপাতাল(ভিক্টোরিয়া) নারায়ণগঞ্জ ১টি ও বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি। মঙ্গলবার সকালে ঐকান্তিক প্রচেষ্টায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দকৃত নতুন এম্বুলেন্স হস্তান্তর  করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থীত ছিলেন, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ এম এ রশীদ।

প্রধান অতিথির বক্তবে এম এ রশীদ বলেন, ঐকান্তিক প্রচেষ্টায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে নতুন এম্বুলেন্স বরাদ্দ দেওয়া হয়েছে তার জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানকে বন্দর উপজেলা বাসীর ও বন্দর থানা আওয়ামীলীগের পক্ষ থেকে ধন্যবাদ যানাই তিনি তার ডিউ লেটারের মাধ্যমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে নতুন এম্বুলেন্স এনে দিয়েছে এতে করে বন্দর বাসীর চিকিৎসার অনেক সুবিধা হবে। আমি আশা করি আমাদের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো কিছু সমশ্যা আছে যা আমাদের সংসদ সদস্য সেলিম ওসমানের মাধ্যমেই সমাধান হবে। আর সাংবাদিক ভাইদের উদ্যেশে বলি বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন অনিয়ম দেখলে আপনারা তা তুলে ধরবেন আমরা ব্যবস্থা নেবো কারন আমরা অনিয়মকে প্রশ্রয় দেইনা।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পাটির সভাপতি আবু জাহের, বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহছান, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ মাকছুদ আলম, বন্দর থানার ওসি মো. রফিকুল ইসলাম, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান শান্তা প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত