নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন একটি বাড়ি একটি খামার প্রকল্প বাস্তবাায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫আসনের সংসদ সদস্য সেলিম ওসমান আরও ৩’শ জন শিক্ষিত বেকার তরুনদের উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে চলতি মূলধন প্রদান করেছেন। মঙ্গলবার ২৬ এপ্রিল সকাল ১১ টায় নারায়ণগঞ্জ ক্লাবের শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে স্ব-স্ব ব্যাংক একাউন্টে প্রদান করা হয়। নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহ সভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উদ্যোক্তা তৈরির স্বপ্নদ্রষ্টা নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
এসময় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, যদি কেউ উদ্যোক্তা হতে চান তাকে মহা শিক্ষিত হতে হবে না। মনযোগ দিয়ে চিন্তা করতে হবে। শুধু আগ্রহটা থাকতে হবে, শিখতে হবে, জানতে হবে, মাথায় ঢুকাতে হবে। যদি একজন উদ্যোক্তা যে নাকি বিন্দু থেকে শুরু করবে। তাকে মনে রাখতে হবে কারন বিন্দু বিন্দু থেকেই সাগর হয়। তোমরা ভাবতেও পারবানা আজ যে মানুষটা তোমাদের সামনে দাড়িয়ে আছে তাকে কতটা কষ্ট করে আজ এখানে আসতে হয়েছে। আমার ঘরে খাবার ছিলোনা ৭৫ এর পরে ব্যাংক সুইচ করে দেয়া হয়েছে। অভাব কতভাবে গিয়েছে, কিভাবে গিয়েছে জানিনা। আবার একটা সময় অভাব কোথায় যে কিভাবে গেল বলতেও পারিনা। কাজ করেছি বসে থাকিনি। তবে কাজ করতে হবে। কাজ করে ওয়ার্কিং প্লেস তৈরী করবেন। তাহলে আপনারাও হতে পারবেন।
তিনি উদ্যোক্তাদের উদ্দেশ্যে প্রেরণা জাগাতে আরও বলেন, আমি নারায়ণগঞ্জের মানুষের গোলামী করতে এসেছি, গোলমী করে যাবো। অসুস্থ মানুষ অনেক কাজই এখন দৌড়ে করতে পারিনা। তোমরা এখন তরুন অনেক কাজই তোমরা দৌড়ে করতে পারবে আর এখনি তোমাদের গড়ে উঠার সময়। তাই এই সময়টাকে কাজে লাগাও। তোমাদেরকে উদ্যোক্তা করার লক্ষেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমার সাথে মাননীয় প্রধাণ মন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছি নারায়ণগঞ্জকে শিল্পায়ন নগরী করার জন্য ১৫০০ শ একর জমির বরাদ্ধ হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই দেখতে পারবো শিতলক্ষ্যা ব্রীজের কাজ শুরু হয়ে গিয়েছে। কিছুদিনের মধ্যেই দেখতে পারবো ঢাকা- নারায়ণগঞ্জ ডাবল রেল লাইনের কাজ শুরু হয়েছে। যার বাস্তবায়ন খুব শিঘ্রই আমরা দেখেতে পারবো। আমরা আতংকিত আমরা ভীত। নাই নাই করতে করতে আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে জীবনে আর কখনো হয়তো ঘুরে দাড়াবেনা। তাই আমাদেরনারায়ণগঞ্জের উন্নয়নে তোমাদের স্বার্থে অবিস্বরনীয় ঘটাবে তোমরাই এটা আমার বিশ্বাস।
এসময় নতুন উদ্যোক্তাদের মধ্যে ৪২ জন মুক্তিযোদ্ধার সন্তান, ১৩০ জন পুরুষ ও ১২৮ জন নারী রয়েছে। এছাড়াও তিনি তার নির্বাচনী এলাকার আওতাধীন ৭টি ইউনিয়নের প্রত্যেক ইউনিয়নে ৫০টি করে বাড়ি খুঁজে বের করার কথা বলেন। যেখানে একটি বাড়ি একটি খামারের মডেল হিসেবে গড়ে তুলতে, হাঁস, মুরগি, গরু, ছাগল প্রদান করার উদ্যোগ নেওয়া হবে। সেলাই মেশিন ও ৫ হাজার টাকা করে ৫’শ নারীকে উদ্যোক্তা বানাতে আর্থিকভাবে সহযোগীতা করেন বিকেএমইএ এর সদস্য প্রতিষ্ঠান মডেল ডি ক্যাপিটাল, ১৮৪ জন শিক্ষিত যুবককে উদ্যোক্তা তৈরি করতে চলিত মূলধন প্রদানের ব্যাপারে আর্থিক সহযোগীতা করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি এবং ৩’শ জনকে উদ্যোক্তা সৃষ্টি করতে আর্থিক সহযোগীতা করছেন নীট গার্মেন্ট ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ।
উল্লেখ্য, সেলিম ওসমান নারায়ণগঞ্জ সদর, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা এলাকায় মোট ২০ হাজার নারী-পুরুষকে নতুন উদ্যোক্তা হিসেবে সৃষ্টি করার ঘোষণা দেন। এর আগে তিনি ৫’শ জন নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রত্যেককে ১টি করে সেলাই মেশিন ও নগদ ৫ হাজার টাকা করে চলিত মূলধন প্রদান এবং ১৮৪ জন শিক্ষিত যুবককে ২৫ হাজার টাকা করে চলতি মূলধন প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা, বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলার কমান্ডার মোহাম্মদ আলী, বিকেএমইএ এর প্রথম সহ সভাপতি আসলাম সানি, বিজিএমইএ এর সহ সভাপতি এস এম মান্নান কচি, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, বিকেএমই সহ সভাপতি(অর্থ) জি.এম ফারুক, বিকেএমই এর সাবেক সহ সভাপতি(অর্থ) এম এ হাতেম, বীর মুক্তিযোদ্ধা নুর আলম, জেলা জাতীয়পার্টির আহ্বায়ক আবুল জাহের, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্যানেল মেয়র-৩ শারমীন হাবিব বিন্নি, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান মুন্না, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, নব র্নিবাচিত ইউ.পি চেয়ারম্যান নওশেদ, বন্দর ইউ.পি চেয়ারম্যান এহসান, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ।