নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসার কথা সুতা, তার বদলে এলো বালু। চীন থেকে সুতা আমদানির ঘোষণা দিয়ে বস্তা ভর্তি বালু আনলো নারায়ণগঞ্জের আমদানিকারক সোয়ারা ফ্যাশন। দুটি চালানেই কন্টেইনার খুলে বালি ধরা পড়লো চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা দলের হাতে।
প্রথম চালানটি শুক্রবার ধরা পড়ার পর সোমবার দ্বিতীয় চালানটি আটক করে চট্টগ্রাম বন্দরের জিম্মায় রাখা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষের ধারণা, সুতা আমদানির আড়ালে বালু এনে অর্থপাচার করা হয়েছে। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়ার পরই সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থপাচার আইনে মামলা করা হবে।
আটকের বিষয় নিশ্চিত করে কাস্টমস গোয়েন্দা দল প্রধান ও সহকারী কমিশনার নুর এ হাসনা সানজিদা অনুসুয়া বলেন, প্রথম চালানটি শুক্রবার আটক করে কন্টেইনার খোলার পর বালু ধরা পড়ে। পরে খবর পাই একই আমদানিকারকের আরেকটি চালান রয়েছে; সেটিও পরীক্ষা করে একই ধরনের বালু পাওয়া যায়। দুটি চালানটি আটক করেছি।
তিনি বলেন, এতে অর্থ পাচার হয়েছে বলে আমরা ধারণা করছি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ব্যাংক থেকে ঋণপত্রের টাকা পরিশোধ করা হয়েছে কি না সেটি তদন্ত করছি। একইসাথে বালুর নমুনা নিয়ে রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে যাতে আমরা নিশ্চিত হই এই বালু সাধারণ নাকি কোনো খনিজ বালু। নিশ্চিত হয়েই আমদানিকারকের বিরুদ্ধে অর্থপাচার আইনে মামলা করা হবে।