★ আমি কি ভুলিতে পারি ★ ( কবিতা )
সৈয়দ রিফাত আল রহমান
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি
শাসন–শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ,
ফেব্রুয়ারি জাতীয় চেতনার প্রথম উন্মেষ।
ভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালির গণআন্দোলন,
ছেলে হারা শত মায়ের অশ্রুঝরা রক্তে রাঙানো সেই ফেব্রুয়ারি,
অমর একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।
ফেব্রুয়ারি সেই অমর সঙ্গীতের অমিয় বাণী,
যাদের আত্ম–ত্যাগের বিনিময়ে পেলাম আমরা সোনার বাংলা
রইল তাদের শ্রদ্ধা ও ভালোবাসা।
ফেব্রুয়ারি বাংলার বর্ণমালা ও শহীদের তাজা রক্তের প্রাণ,
সেই সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের
বিনিময়ে অর্জিত রাষ্ট্র ভাষা বাংলা, আমি কি ভুলিতে পারি।
ফেব্রুয়ারি জাতির একুশের চেতনা,
বাঙালির শত মায়ের বুক হারা ছেলে হারার শত মায়ের আর্তনাদ।
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি।
আমার সোনার দেশের রক্তে জাগালো ফেব্রুয়ারি,
আমি কি ভুলিতে পারি।
আমার ভাই এর রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি।।