নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ দাদন বেপারী (৩৪) নামের এক পেশাদার ছিনতাইকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকা থেকে দাদন বেপারীকে আটক করেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন। দাদন বেপারী মাদারীপুরের কোতোয়ালি থানার সাংবলার চর বেপারীপাড়া এলাকার বাসিন্দা।
এসময় তার কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র, ছিনতাইয়ের কাজে ব্যবহার করা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৩-১৭০৩), ছিনতাই করা নগদ ৭ হাজার ২০০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ প্রাইভেটকারটি ব্যবহার করে দীর্ঘদিন দাদন বেপারীর গ্রুপ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক জানান, এই ছিনতাইকারী চক্রটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। শুক্রবার রাতে শিমরাইল মোড় এলাকায় বাস থেকে নেমে বাসায় যাচ্ছিলেন ফিরোজা বেগম নামের এক নারী। সেসময় প্রাইভেটকার নিয়ে কয়েক ছিনতাইকারী ওই নারীর গলায় চাকু ধরে তার পার্স ছিনিয়ে নিয়ে যায়। পরে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজনের সহায়তায় টহল পুলিশ ধাওয়া করে দাদন বেপারীকে আটক করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।