নারায়ণগঞ্জে বিএন‌পি পন্থি আইনজীবী‌দের তো‌পের মু‌খে নির্বাচন ক‌মিশন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বি‌শেষ প্র‌তি‌নি‌ধি ) : নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনের ভোটের স্থান পরিবর্তন করায় বিএনপি পন্থী আইনজীবীদের তোপের মুখে পড়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আখতার হোসেন। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলের দিকে পুলিশ সুপার কার্যালয়ের পার্শ্ববর্তী গলিতে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, ২৯ জানুয়ারি আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ হবে নতুন বার ভবনে। কিন্তু ২৬ জানুয়ারি নির্বাচন কমিশন আখতার হোসেনসহ অন্য সদস্যরা স্থান পরিবর্তন করে নতুন স্থান নির্ধারণ করেন জজ কোর্ট ভবনে। ভোটগ্রহণের স্থান পরিবর্তন প্রসঙ্গে নির্বাচন কমিশন কেন প্যানেলের সাথেই আলোচনা না করে এই সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে  প্র‌তিবাদ জানায় বিএনপি প্যানে‌লের ক‌য়েকজন আইনজীবীরা।

বিএনপি পন্থী আইনজীবী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. আবুল কালাম আজাদ জাকারিয়া বলেন, ভোটগ্রহণের স্থান পরিবর্তন করতে হলে আমাদেরকে নিয়ে বসতে হবে। পরে সর্বসম্মতিক্রমে নতুন স্থান ঠিক করবে। কিন্তু সেটা না করেই একক সিদ্ধান্ত অনুযায়ি প্রধান নির্বাচন কমিশনার এটা করতে পারেন না। সংবিধানেও এমনটি নেই। তারপরও তারা আওয়ামী লীগ পন্থী আইনজীবী প্যানেলকে সুবিধা দিতে এমনটি করেছেন। তারা এরআ‌গেও দু‌র্নি‌তি ক‌রে‌ছে।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আখতার হোসেন বলেছেন, আমি সকালের দিকে জজ সাহেবের রুমে গিয়েছি। সেখানে গিয়ে বলেছি, এখানে (জজ ভবন) যদি নির্বাচন হলে ভা‌লো হয়। আর পরে ইসি কমিটির অন্য চারজনকে নিয়েও বসা হয়েছে। সেখা‌নে আমা‌কে কেন আপনারা বল‌ছেন?

তিনি বলেন, আমি চেয়েছি বারের নিচের তলায় নির্বাচন হোক। কিন্তু সক‌লে‌তো মানেনি। তখন বলেছিলাম, কেন এখন তোমরা ভেন্যু পরিবর্তন করছো। তখন তারা বলছে, এটা না হলে আমরা নির্বাচন করতে পারবো না। তিনি আরো বলেন, নিরাপত্তাজনিত কারণে ভোটের স্থান পরিবর্তন করা যাবে। আমি কোনো পক্ষের নই, নিরপেক্ষ।

উল্লেখ্য, আগামী ২৯ জানুয়ারি আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ৯২২ জন। আওয়মী লীগ ও বিএনপি পন্থী দুই প্যানেলের ৩৪ প্রার্থী আর স্বতন্ত্র প্রার্থী দুই জন এতে প্রতিদ্বন্দ্বি করবেন।

add-content

আরও খবর

পঠিত