রূপগঞ্জে নব-নির্বাচিত চেয়ারম্যানসহ ৩শ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চারিতালুক এলাকায় কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, আইনশৃংখলা বাহিনীর উপর হামলাসহ সহিংসতার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে চারিতালুক সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন।  মামলায় ভোলাব ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, হযরত আলী, সানাউল্লাহ, সবুজসহ ৫০ জনকে নামীয় ও অজ্ঞাত আরো প্রায় ৩’শ জনকে আসামী করা হয়। এ ঘটনায় আল-আমিন মিয়া, শামিম মিয়া, মাযাহার হোসেন, শাহজাহান মিয়া, মুকিম মন্ডল, মিন্টু মিয়া ও আলী নেওয়াজ নামের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (ওসি/তদন্ত) এবিএম মেহেদী মাসুদ জানান, উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন টিটু, মেম্বার প্রার্থী হযরত আলীসহ তাদের সমর্থকরা ভোলাব ইউনিয়নের চারিতালুক কেন্দ্রে জোরপুর্বক প্রবেশ করে কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালায়। এসময় বাধাঁ দিতে গিয়ে আজম মিয়া নামে এক বিজিবির সদস্য গুলিবিদ্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭৩ রাউন্ড, বিজিবি ১২ রাউন্ড ও র‌্যাব সদস্যরা ১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করেন। এসময় হামলাকারীরা পুলিশের ব্যবহৃত দুটি লেগুনা ও একটি মাইক্রোবাস আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আর এ ঘটনায় পর্যায়ক্রমে ওই সাত জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  এলাকাবাসী জানান, মামলা দায়ের ও পুলিশী অভিযানে পুরুষ শুন্যে হয়ে পড়েছে চারিতালুকসহ আশ-পাশের এলাকা। এসব এলাকার প্রায় ৮০ ভাগ মানুষের প্রধান পেশা কৃষি কাজ। জমি থেকে ধানের ফসল উঠানোর সময় নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটেছে। এতে করে গ্রেফতার আতঙ্কে এলাকার নিরীহ কৃষকরাও পলাতক রয়েছে। জোয়ারের পানিতে ধানের ফসলী জমি তলিয়ে যেতে শুরু করেছে। এতে করে ক্ষতিগ্রস্থ্য হবে এখানকার নিরীহ কৃষকরা। তাই প্রকৃত অপরাধী ছাড়া কৃষকদের যেন কোন প্রকার হয়রানী না করা হয় সেদিকে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত