★ নদীর আর্তনাদ ★ ( কবিতা )

নদীর আর্তনাদ ★ ( কবিতা )

আবু নাসির

নারায়ণগঞ্জ বার্তা : একদা আমার যৌবন ছিলো

খেলেছি ভাঙ্গা গড়ার খেলা

তোমরা আমার সব কেড়ে নিয়ে

বসালে বালুর চরের মেলা।

আমি তো শুধু ভাঙ্গিনি

সব দিয়েছিলাম দু কুল ভরে কেন

আমায় রিক্ত করলে নিলে যৌবন কেড়ে !

আমার বুক হতে যা পেয়েছো

তা দিয়ে করেছো দিনাতিপাত নিঃস্ব করেও

আমার বুকটি করছো বিক্ষত সারা দিন রাত।

আমার বুক হতে খাবার আহরি করেছো

তোমার ক্ষুধা নিবারণ অসুচি হতে পরিত্রান পেতে

আমার বুকে করছো অবগাহন।

তোমাদের কান্নায় সাড়া দিয়ে গড়েছি নগর প্রান্তর গ্রাম সেই

তোমরা আজ নিষ্ঠুর হয়ে তাড়ালে আমায় হতে এ ধরাধাম।।

add-content

আরও খবর

পঠিত