মুক্তিযোদ্ধাদের আজীবন কর মওকুফের সনদ থেকে বঞ্চিত দুলাল, আফজাল, আনু

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : মহান স্বাধীণতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের আজীবন কর মওকুফের সনদ নিয়ে আবারও বিতর্কের জন্ম দিয়েছে  নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। গত ২৮ মার্চ নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র সেলিনা হায়াত আইভী উপস্থিত মুক্তিযোদ্ধাদের একাংশকে আজীবন কর মওকুফের সনদপ্রদান করে বাকীদের নিজ নিজ ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে সনদ প্রদানের ব্যবস্থা করা হয়। সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডের কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডে বসবাসকারী মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে আজীবন কর মওকুফের সনদ প্রদান করলেও তিনজন ওয়ার্ড কাউন্সিলরকে এ সনদপত্র দেয়া হয়নি। এরা হলেন বন্দরের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন এবয় ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনু। জানা গেছে, এ তিনজন কট্রর ওসমান পরিবারপন্থী। একারনে সিটি মেয়র আইভীর নির্দেশে তাদেরকে বীর মুক্তিযোদ্ধাদের আজীবন কর মওকুফের সনদপত্র বিতরনের জন্য দেয়া হয়নি।

এব্যাপারে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান বলেন, বীর মুক্তিযোদ্ধাদেরআজীবন কর মওকুফের সনদপত্র নিজ নিজ ওয়ার্ডে বিতরনের জন্য সব কাউন্সিলরদের  দেয়া হলেও আমাকে দেয়া হয়নি। এব্যাপারে আমি সিও সাহেবকে জিজ্ঞেস করলে তিনি বলেছেন মেয়রের সাথে কথা বলতে। মেয়রকে ফোন করলে তিনি আমার ফোন ধরেননি। এরপর শুনি বিদেশে চলে গেছেন। তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে মেয়র আইভী ও তার বয়ফ্রেন্ড ঠিকাদার আবু সুফিয়ানের নানান অনৈতিক কর্মকান্ড ও দূর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে কথা বলেছি বিধায় মেয়রের রোষানলে পড়তে হয়েছে। তারপরও আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষে যেকোন অন্যায় অবিচার দুর্ণীতির বিরুদ্ধে কথা বলবোই। এব্যাপারে ২৪ ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলরদের মোবাইল ফোনে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি। এদিকে স্থানীয়রা বলেছেন, যে তিন কাউন্সিলরদের মুক্তিযুদ্ধাদের কর মওকুফের সনদ দেয়া হয়নি তারা প্রত্যেকেই নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ওসমান পরিবারের একনিষ্ঠ কর্মী। এ কারনে প্রতিহিংসার বশবর্তি হয়ে তাদেরকে বীর মুক্তিযোদ্ধাদের কর মওকুফের সনদ বিতরন থেকে বঞ্চিত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ঠ ওয়ার্ডবাসী ও মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেছে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত