রূপগঞ্জে ৪টি প্রতিষ্ঠানে অবৈধ গাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ইমদাদুল হক দুলাল ) : রূপগঞ্জে চারটি প্রতিষ্ঠানের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমান আদালত। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় ৩ রেস্টুরেন্টকে মোট ৫ লাখ ও একটি খাবার দোকান ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

২২ জানুয়ারি বুধবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী মমতাজ বেগমের নেতৃত্বে উপজেলার কাঞ্চন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় নিউ জমজম রেস্টুরেন্টকে ২ লাখ টাকা, বেঙ্গল বে রেস্টুরেন্টকে ১ লাখ টাকা, ভোজন বিলাস রেস্তোরাকে ২ লাখ টাকা, সাইফ ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস সোনারগাঁও কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নিপেন্দ্রনাথ বিশ্বাস, বরুন রয়, রিফাত আব্দুল্লাহ, সহকারী ব্যবস্থাপক সারোয়ার হোসেন, সাইফুর রহমান, ফাইজুল ইসলাম, প্রদীপ বিশ্বাস প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত