সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ র‌্যাবের জালে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : এলাকায় কোনো অপরিচিত মানুষ আসলেই তাকে টার্গেট করত ওরা। এরপর কৌশলে ওই ব্যক্তিকে আটক করে তারা হাতিয়ে নিত মুক্তিপণের টাকা। এমনই একটি চক্রের ৬ কিশোরকে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জস্থ র‌্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন।

এর আগে রবিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে জেলার সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই ছয়জন কিশোরকে আটক করা হয়। এ সময় র‌্যাব সদস্যরা তাদের কাছ থেকে একটি চাপাতি ও দুইটি সুইস গিয়ার উদ্ধার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় সম্প্রতি মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে কিশোর গ্যাং সদস্যরা নানা অপকর্ম করে আসছিল। এতে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে র‌্যাব সদস্যরা সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় অভিযান চালায়। এ সময় কিশোর গ্যাংয়ের সক্রিয় ছয়জন সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাবের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, আটক কিশোর গ্যাংয়ের সদস্যদের প্রত্যেকের বয়স ১১ থেকে ১৬ বছর।

add-content

আরও খবর

পঠিত