কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়মী লীগের উদ্যোগে কম্বল বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০জানুয়ারী) বিকেল ৪টায় ঘারমোড়া ঈদগাহ মাঠে আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরহাজ¦ কাজিম উদ্দিন প্রধান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানী হানাদার বাহিনীরা তাকে জেলবন্ধী করে রাখে। ১০ জানুয়ারী পাকিস্তানী কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তণ করেন। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট পাকিস্তানী দোসররা বঙ্গবন্ধুসহ তার স্বপরিবারকে হত্যা করে। সে হামলা ছোট শিশু শেখ রাসেলও রেহাই পায়নি।

কাজিম উদ্দিন প্রধান আরো বলেন, ভাগ্যক্রমে আমাদের নেত্রী শেখ হাসিনা ও তার বড় বোন শেখ রেহেনা বিদেশে অবস্থান করার কারনে তারা জীবন রক্ষা পায়। ১৯৮১ সালে আমাদের জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ঘুরে দাঁড়ায়। র্দীঘ ২১ বছর পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায় আসে। আওয়ামীলীগ ক্ষমতা আসার পর দেশের সার্বিক চিত্র প্লাটে যায়। চারদিকে উন্নয়ন আর উন্নয়ণ। উন্নয়নে বাধাগ্রস্থ করার জন্য বিএনপি জামায়াত জোট সরকার আমাদের নেত্রীকে হত্যার চেষ্ঠা চালিয়েও আল্লাহর অশেষ রেহমতে বার বার ব্যার্থ হয়।

কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু নাসেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোবারক হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মাঈনউদ্দিন, সমাজ সেবক হাজী মঞ্জুর হাসান মঞ্জু, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেম,প্রবীন আওয়ামী লীগ নেতা সামছুল হক মাষ্টার, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক বাবুল মিয়া, কলাগাছিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলম মেম্বার প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত