২৩ নং ওয়ার্ডে দুলাল প্রধানের উদ্যোগে কাউন্ট ডাউন ক্লক স্থাপনের উদ্বোধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শেখ আরিফ ) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কী উদযাপন উপলক্ষে বন্দরে ২৩নং ওয়ার্ডে কাউন্ট ডাউন ক্লক (বড় আকৃতির ঘড়ি) স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারী) বিকেল ৩টায় একরামপুর সপ্রাবি এর দেয়ালে নাসিক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণের নিজ উদ্যোগে এ কাউন্ট ডাউন ক্লক স্থাপন করা হয়।

উল্লেখ্য, ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে এসব ঘড়ি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এরই অংশ হিসেবে কাউন্ট ডাউন ক্লক স্থাপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ পূর্ণ হতে যাচ্ছে। এ দিনকে উপলক্ষ করে মুজিববর্ষ ঘোষণা দিয়েছে সরকার। এই জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বছরব্যাপী কর্মসূচি হাতে সরকার।

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণ বলেন, মুজিববর্ষের বছরব্যাপী কর্মসূচি ও অনুষ্ঠানমালা তেমনই জাঁকজমকপূর্ণ আকর্ষণীয় ও অনাড়ম্বরপূর্ণ হবে। এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রস্তুতি গ্রহণ করেছে।

এ সময় ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধাণ ছাড়াও উপস্থিত ছিলেন, সমাজ সেবক জসিম উদ্দিন প্রধাণ, জাকির প্রধান, ছাত্রলীগনেতা অনিক তালুকদার অপুসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

add-content

আরও খবর

পঠিত