নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : একটু পরেই জীবনের সবচেয়ে বড় ঝড় নেমে আসছে। তবে সেই মুহূর্তে সাহস দেখালেন এক কলেজছাত্রী। নিজের বাল্যবিয়ে বন্ধ করতে ইউএনওকে সরাসরি ফোন করেন ওই ছাত্রী। আর এতেই দ্রুত বিয়ে বন্ধ করে দেন ইউএনও।
বুধবার সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউপির রামগোবিন্দেরগাঁওয়ে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী সোনারগাঁ কাজী ফজলুল হক উইমেন্স কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত।
স্থানীয়রা জানান, বাল্যবিয়ের আয়োজনের শেষ মুর্হূতে কলেজছাত্রী সাহসিকতার পরিচয় দিয়েছেন। ওই সময় ইউএনওকে ফোন না দিলে বাল্যবিয়ের শিকার হতেন তিনি।
সোনারগাঁর ইউএনও রকিবুর রহমান খান বলেন, ওই কলেজছাত্রী ফোন করে তার নিজের বাল্যবিয়ে বন্ধ করার অনুরোধ জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবার সঙ্গে কথা বলে বাল্যবিয়ে বন্ধ করা হয়।
ইউএনও আরো বলেন, মেয়ে প্রাপ্ত বয়স্ক না হলে বিয়ে না দেয়ার অঙ্গীকার করেন কলেজছাত্রীর বাবা।