না.গঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ৩৯ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাংক থেকে তোলা ৩৯ লাখ টাকা ডিবি পরিচয়ে পিকআপ ভ্যান ছিনাতাইয়ের ঘটনা ঘটেছে। ৮ জানুয়ারি বুধবার দুপুর ২টায় উপজেলার ভুলতা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় গাড়ির চালকসহ ৩ জনকে পিটিয়ে আহত করেছে। আহতরা হলেন ফ্যাবকোন টেক্সটাইল মিলের মার্কেটিং ম্যানেজার বাবুল মিয়া, কর্মচারী ফারুক মিয়া ও পিকআপ ভ্যানের চালক আবুল কাশেম।

আহত বাবুল মিয়া জানান, ফারুক ও কাশেমকে নিয়ে দুপুরে ডাচ বাংলা ব্যাংক, ভুলতা শাখা থেকে ২৫ লাখ টাকা ও উত্তরা ব্যাংক ভুলতা শাখা থেকে ১৪ লাখ টাকা সর্বমোট ৩৯ লাখ টাকা উত্তোলন করা হয়। টাকা উত্তোলন করে মিলে যাওয়ার পথে বলাইখা ইউ টার্নিয়ে গেলে ডিবি পরিচয়ে একটি মাইক্রবাস আমাদের পিকআপ গাড়িটি সিগন্যাল দেয়। কিন্তু ড্রাইভার সিগন্যাল অমান্য করে দ্রুত চলে আসলে একটি সাদা মাইক্রবাসে থাকা ৮/১০জনের ডিবি পোষাকে ছিনতাইকারী তার গাড়ির সামনে বেরিকেট দেয়।

এসময় মাইক্রবাস থেকে কয়েকজন নেমে পিকআপ ভ্যানে থাকা মার্কেটিং ম্যানেজার বাবুল, গাড়ির ড্রাইভার কাশেম ও কর্মচারী ফারুককে মাইক্রবাসে তোলে নিয়ে হাত পা বেধে পিকআপ ভ্যানসহ তারা সোনারগাও এলাকার দিকে চলে যায়। গাড়িতে রেখেই তিনজনকে পিটিয়ে আহত করে সোনারগাও দড়িকান্দি এলাকার একটি আম বাগানে হাত পা বাধা অবস্থায় ফেলে যায়।

প্রকাশ্যে ভুলতা ফাঁড়ির নাকের ডগায় ছিনতাইয়ের ঘটনায় ভুলতা এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পর পর কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় এলাকার সাধারন মানুষের মধ্যে প্রশাসন নিয়ে চলছে সমালোচনা। এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ছিনতাইয়ের ঘটনা শুনেছি। টাকা ও গাড়িটি উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

add-content

আরও খবর

পঠিত