নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে চর-ধলেশ^রী এলাকায় ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তবে ডাকাতি ঘটনায় কাউকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি পুলিশ। মঙ্গলবার রাতে নৌকা মাঝি সানোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত নামা ২০/২৫ ডাকাতকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং- ৭(১)২০ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০।
জানা গেছে, বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নস্থ চর-ধলেশ^রী এলাকার মৃত ইসমাইল মিয়ার ছেলে খেয়া পারাপারের মাঝি সানোয়ার হোসেন গত ৬ জানুয়ারী রাত ১০টায় রাতের খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পরে। এর ধারাবাহিকতায় গত ৭ জানুয়ারী রাত ৩টায় ২০/২৫ জনের একটি ডাকাত দল মাঝি সানোয়ার মিয়ার ঘরের সামনে এসে নদী পার করে দেওয়ার জন্য সানোয়ারের নাম ধরে ডাকাডাকি করে। পরে মাঝি ঘুম থেকে উঠে দরজা খুললে ওই সময় ডাকাতদল ঘরে প্রবেশ করে ঘরের সবাইকে অস্ত্রে মুখে জিম্মি করে। পরে তারা সানোয়ার ঘর, জুনায়েদ মিয়ার ঘর, সখিনা বেগমের ঘর ও শাহাআলম মিয়ার ঘরে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটায়। ওই সময় ডাকাতদল গরু বিক্রির নগদ ৮৪ হাজার টাকাসহ উল্লেখিত ঘর থেকে ১ লাখ ৪৭ হাজার টাকা ১ লাখ ৫৫ হাজার টাকার স্বার্ণালংকার ও ২টি মোবাইল সেট ডাকাতি করে নিয়ে যায়। এলাকাবাসী ডাকাত ডাকাত বলে চিৎকার করলে ওই সময় ডাকাতদের ছুড়া গুলিতে শাহাবুদ্দিন ওরফে পিপন (৩০) সাহেলা (১০) ও নূর মোহাম্মদ (৬০) গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আমরা ডাকাতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছি। আশাকরি দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করা সম্বভ হবে।