★ অতিথি ★ ( কবিতা )
আবু নাসির
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : তোমাদের এই শহরে
আমি এক অনাহুতো ভোরের পাখী
মদের নেশায় বেহুশ হয়ে আছি
পরে অনাদরে খুঁজছি প্রেমের সাকী।
প্রেম পেয়ালায় সরাব পিয়ে গাইবো গান
প্রেমের নেশায় যদি মোর
প্রেমের হাওয়া সাকীর মনে প্রেম জাগায়।
রাজ কুমারীর প্রেমের পাগল হবো না
এই পান্থশালায় এদের ভালোবাসার কাছে
স্বর্গের প্রেম স্বর্গে লুকায়।
বেদরদীর দরদী হওয়ার নাই কেহ আজ
এই শহরে খেলার পুতুল ভেবে
আমায় রেখেছে ফেলে প্রেম ভাগাড়ে।