বন্দরে লাঙ্গলবন্দ বাজার কমিটির মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : সনাতন হিন্দু ধর্মবলম্বীদেরমহার্তীর্থ স্নানস্থল বন্দরের লাঙ্গলবন্দ এলাকা উন্নয়নে ভূমি অধিগ্রহনের পর পূর্ণভাসনের দাবিতে লাঙ্গলবন্দ বাজারকমিটি ও ব্যবসায়ীরা এক মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। বাজার কমিটির উদ্যোগে রোববার সকালে লাঙ্গলবন্দ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওই সময় বাজারের ব্যবসায়ীরা জানান, লাঙ্গলবন্দ ¯œান এলাকা উন্নয়নে সরকার ভূমি অধিগ্রহনের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে ভূমি অধিগ্রহনের জন্য  জেলাপ্রশাসক  দখলদার ভুমি ও দোকান মালিকদের নোটিশ প্রদান করেন। উচ্ছেদেও পর যেন ব্যবসায়ীরা জীবিকা নির্বাহে পূর্ণবাসনের দাবি তুলেছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাঙ্গলবন্দ বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুররহিম,  ক্যাশিয়ার  মো. লুৎফর, ব্যবসায়ী  দোলোয়ার হোসেন, অলিউল্লাহ, মোক্তার হোসেন, মহসিন প্রমূখ। বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুল্কা সরকার জানান, লাঙ্গলবন্দ স্নানোৎসব এলাকায় উন্নয়নের একটি অংশ হিসাবে গ্রামীন অবকাঠামো (এলজিইডি) আওতায় রাস্তা প্রস্তকরণে ভুুমি অধিগ্রহনের প্রকল্প হাতে নিয়েছে সরকার।  অধিগ্রহনের ক্ষেত্রে সরকারি খাসজমি সার্ভেয়ার করা হয়েছে। খাসজমি বাদ দিয়ে মালিকানা ভূমি অধিগ্রহনের কাজ প্রক্রিয়াধীন। পূর্ণ ভাসনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন করেছে। বিষয়টি আমার জানা নেই।

add-content

আরও খবর

পঠিত