আড়াইহাজার থানা ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজার থানা ছাত্রলীগের ১০ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় এমপি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় মুক্তিযোদ্ধা এমএম মাজহারুল হক অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা দেন।

কমিটিতে কাজী রাজীবুল ইসলাম জুয়েলকে আহবায়ক করা হয়েছে। অন্য সাত যুগ্ম আহবায়ক হলেন, আল-আমিন, জসীম উদ্দিন, এমদাদুল হক, নাহিদুর রহমান লাফিজ, মাহবুবুর রহমান সোয়েব, আরিফ  হোসেন নির্জল ও আসিবুল হক আসিফ। সাধারণ সদস্য হলেন সাইফুল ইসলাম মোল্লা ও আসাদ উল্লাহ।

মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন আড়াইহাজার সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক। জুয়েল বলেন, আমি ছাত্রলীগকে অতীতের যেকোনো সময়ের চেয়ে আরো বেশি গতিশীল ও শক্তিশালী করে গড়ে তুলার চেষ্টা করব। আমার রাজনৈতিক শিক্ষাগুরু আড়াইহাজার উপজেলায় উন্নয়নের রুপকার ও দক্ষসংগঠক এমপি নজরুল ইসলাম বাবু ভাইয়ের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি। ছাত্র সংগঠন নিয়ে অতীতে তার পাশে ছিলাম, আগামীতেও থাকব ইনশাআল্লাহ।

add-content

আরও খবর

পঠিত