★ কৃষ্ণ কুমুদ ★ ( কবিতা )
আবু নাসির
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : তোমরা শুক্ল পক্ষের জ্যোৎস্না দেখেছে
কৃষ্ণ পক্ষের জ্যোৎস্না দেখেছো কি কেউ ?
আমি দেখেছি অমাবশ্যার প্রথম প্রহরে যবে
মোর মনে করে খেলা তব প্রেমের ঢেউ।
সাগর জলে খেলা করে অমাবশ্যার জ্যোৎস্না
যখন কৃষ্ণ পক্ষের তারা সাগর জলে দেয় চুমু
তখন তোমার শ্বেত শুভ্র প্রেমের কুমুদ এসে
আমার মনে উজ্জল করে দেয় আঁধারের কুমু।
সলিল সৌরভে চিক্ চিক্ করা ঢেউ এর বুকে
মলয়ের দল ছুট প্রেম স্পর্শে ঝির ঝির
শিশির অস্তমিত জ্যোৎস্নার
রক্তিম কৃষ্ণ আলোকে খুঁজে বেড়ায়
কৃষ্ণ পক্ষের জ্যোস্নার নীড়।