★ ভয় ★ ( কবিতা )
আবু নাসির
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আমি তো কোন দিন ভাবিনি
সেই তুমি আবার আসবে ফিরে !
আমার এই ভাঙ্গা কুটিরে
যেখানে জল আর হাওয়ার লুটো পুটির মাঝে
এসে তারার আলো চাঁদের জ্যোৎস্না
আপন মনে খেলা করে।
আমি ভাবতেই পারিনি
তোমার ঐ পটল চেরা আঁখি দুটি
আবার আমার আঁখি
পাতে দৃষ্টি মেলে মিষ্টি হাসবে
যে হাসি আমায় বেঁধে রেখেছে কতো জনমের তরে।
শুধু ভয় আবার
যদি ঘর ছাড়া পাখি ফিরে এসে না থাকে ঘরে
যে হারানোর ব্যাথে
এতো দিন কিছুটা নিয়েছিলাম সয়ে
আবার সে হারানোর ব্যাথা
আমার এ ব্যাথাতুর বুকে
দ্বিগুন হয়ে আসবে ফিরে।